মোস্তাফিজের মাথায় বলের আঘাত, নেওয়া হয়েছে হাসপাতালে
রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:৩১ পিএম | আপডেট: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪ ০১:১২ পিএম

অনুশীলনে লিটন দাসের মারা একটি শট থেকে উড়ে আসা বল মাথায় লেগে আহত হয়েছেন মোস্তাফিজুর রহমান। তাকে জরুরি ভিত্তিতে চট্টগ্রামে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আজ রোববার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মোস্তাফিজ নেটে বোলিং করার সময়ই এই ঘটনা ঘটে।
নেটে লিটন ব্যাট করার সময় মোস্তাফিজ ও নেট বোলাররা বল করছিলেন। নিজের বোলিং শেষে ফেরত আসার সময় আরেকজন বোলারের বলে লিটনের মারা শট এসে লাগে মোস্তাফিজের পেছনের দিকে। এই সময় তার মাথা থেকে রক্ত পড়তে দেখা যায়।
আঘাত পাওয়ার পর শুরুতে দলের ফিজিও দেন প্রাথমিক চিকিৎসা, মাথা দেওয়া হয় আইস ব্যাগ। পরিস্থিতির গুরুত্ব বুঝে মাঠের ভেতর অ্যাম্বুলেন্স এনে দ্রুত তাকে ইম্পেরিয়াল হাসপাতালে নেয়া হয়। স্ক্যান রিপোর্টের উপরই বোঝা যাবে তার অবস্থা।
এবার বিপিএলে ওভার প্রতি ৯.৫৬ করে রান দিয়ে ৯ ম্যাচে মোস্তাফিজের শিকার ১১ উইকেট। সেরা ছন্দে না থাকলেও মোস্তাফিজই বোলিং আক্রমণে কুমিল্লার বড় ভরসা।
আরও পড়ুন
- বিশ্বচ্যাম্পিয়নদের গোল বন্যায় বিধ্বস্ত ব্রাজিল
- তামিমের হার্টে রিং পরানো হলো, অবস্থার একটু উন্নতি
- মেসিকে ছাড়াই উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা
- ম্যাচের ৯৯ মিনিটে ভিনির গোল, ব্রাজিলের রোমাঞ্চকর জয়
- দেশে পৌঁছেছেন হামজা চৌধুরী, এয়ারপোর্টে সমর্থকদের ভিড়
- ১৭ মাস পর দলে ফিরে আবারো ইনজুরিতে ছিটকে গেলেন নেইমার
- চ্যাম্পিয়ন্স ট্রফি : ফাইনালে আজ মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড
- মিরপুরে গার্ড অব অনার পেলেন মুশফিকুর রহিম