অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে আজ মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া
রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:০২ পিএম | আপডেট: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:০২ পিএম

গেল বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে প্রায় ১ লাখ ৩০ হাজার দর্শকদের সামনে স্বাগতিক ভারতকে হারিয়ে বিশ্বকাপ শিরোপা জিতেছিল সফরকারী অস্ট্রেলিয়া। দুই মাস পর এবার আবারও বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল। যদিও সেটা ছিল জাতীয় দলের পুরুষ ওয়ানডে বিশ্বকাপ। আর এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ফাইনাল। ভিন্ন হলেও দুটি বিশ্বকাপ শিরোপা।
বাংলাদেশ সময় আজ বেলা ২টায় দক্ষিণ আফ্রিকার সাহারা পার্ক উইলোমুর ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে মাঠে নামবে ভারত-অস্ট্রেলিয়া। এর আগে গেল আসরের ফাইনালে ইংল্যান্ডের যুবাদের ৪ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারত।
এবারও শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে আছে দলটি। চলতি আসরের গ্রুপ ‘এ’- এর নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করে দলটি। সেই সঙ্গে সর্বশেষ সেমিফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে দুই উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে গেল আসরের চ্যাম্পিয়ন্সরা।
অন্যদিকে চলতি আসরের নিজেদের প্রথম ম্যাচে নামিবিয়াকে হারিয়ে শিরোপা জয়ের মিশন শুরু করা অস্ট্রেলিয়া সেমিফাইনালে শক্তিশালী পাকিস্তানকে এক উইকেটে হারিয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে।
এর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সর্বোচ্চ পাঁচ বার চ্যাম্পিয়ন হয় ভারত। তবে এই টুর্নামেন্টে তিন বার শিরোপা উঁচিয়ে ধরে অজিরা। সেই সঙ্গে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এখন পর্যন্ত সাত বার মুখোমুখি হয় ভারত-অস্ট্রেলিয়া। সেই সব দেখায় জয়ের পাল্লা ভারী ভারতীয়দের। ভারতের ৫ জয়ের বিপরীতে অস্ট্রেলিয়ার জয় দুই ম্যাচে।
এবার দেখার বিষয় বড়দের হারের প্রতিশোধ নিতে পারবে কিনা ভারতের যুবারা নাকি বড়দের মতো ভারতীয়দের কাঁদিয়ে আবারও বিশ্বকাপের শিরোপা জিতবে অস্ট্রেলিয়ার যুবারা।
আরও পড়ুন
- বিশ্বচ্যাম্পিয়নদের গোল বন্যায় বিধ্বস্ত ব্রাজিল
- তামিমের হার্টে রিং পরানো হলো, অবস্থার একটু উন্নতি
- মেসিকে ছাড়াই উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা
- ম্যাচের ৯৯ মিনিটে ভিনির গোল, ব্রাজিলের রোমাঞ্চকর জয়
- দেশে পৌঁছেছেন হামজা চৌধুরী, এয়ারপোর্টে সমর্থকদের ভিড়
- ১৭ মাস পর দলে ফিরে আবারো ইনজুরিতে ছিটকে গেলেন নেইমার
- চ্যাম্পিয়ন্স ট্রফি : ফাইনালে আজ মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড
- মিরপুরে গার্ড অব অনার পেলেন মুশফিকুর রহিম