দিনাজপুরে বাসচাপায় ৪ ভ্যানযাত্রী নিহত
মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:৩০ এএম | আপডেট: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪ ০২:০১ পিএম
দিনাজপুরের চিরিরবন্দরে বিআরটিসির বাসচাপায় চারজন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে উপজেলার রানীরবন্দর বাজারে এ দুর্ঘটনা ঘটে। যাত্রী বহন করা একটি ভ্যানকে বাসটি চাপা দিলে তারা মারা যায়।
নিহতরা হলেন গোয়ালডিহি ইউনিয়নের বটতলী গ্রামের ভ্যানচালক আব্দুল মজিদ (৫০) ও একই ইউনিয়নের প্লান বাজার এলাকার মো: নজু ইসলাম (৪০)। তবে এদের মধ্যে দুজন পথচারীর পরিচয় পাওয়া যায়নি। কিন্তু জানা গেছে তারা মধু ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী বিআরটিসির দ্রুতগতির একটি বাস রানীরবন্দর বাজারে পৌঁছালে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী চার্জারভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানে থাকা চার যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এসময় সামনে দাঁড়িয়ে থাকা আরো একটি ভ্যান ওই বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে যায়।
চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান মিডিয়াকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
- অক্টোবরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৭৫
- টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ৪
- পল্টনে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- নারায়ণগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৭
- সাতক্ষীরায় ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
- ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, হতাহত অর্ধশতাধিক
- দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, নিহত ১
- বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু