রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন ধসে অন্তত ৭ শ্রমিক আহত
মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪ ০২:১১ পিএম | আপডেট: মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪ ০৫:০৭ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের একটি অংশ ভেঙে পড়েছে। এতে আহত অবস্থায় অন্তত সাত নির্মাণশ্রমিক আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের সামনে নির্মাণাধীন এ এইচ এম কামারুজ্জামান হলে এ দুর্ঘটনা ঘটে। নিচে কেউ চাপা পড়েছেন কি না, তা তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো: সুলতান-উল-ইসলাম বলেন, শ্রমিকেরা ওপরের দিকে কাজ করছিলেন। নিচে কেউ চাপা পড়ার কথা নয়। তবে ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করেছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি তিন শ্রমিক হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আজাদুল (৩৫), চাঁপাইনবাবগঞ্জের অনুপনগর এলাকার সিফাত (২২) ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাহাড়পুর এলাকার সিহাব (২৫)।
প্রক্টর আসাবুল হক বলেন, সেখানে ৯ শ্রমিক কাজ করছিলেন। এক শ্রমিক বলেছেন, তাঁদের সাতজন আহত হয়েছেন।
আরও পড়ুন
- আ'লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ঢাবিতে মিছিল, কর্মসূচি ঘোষণা
- জাবিতে ২৮৯ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মী বহিষ্কার, বরখাস্ত ৯ শিক্ষক
- ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের জানাজা জুমার পর
- ধর্ষণের দ্রুততম বিচারের দাবিতে তিন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, ঢাবিতে আল্টিমেটাম
- স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটা বাতিলের আদেশ
- আজ থেকে দীর্ঘ ৪০ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান
- বেসরকারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
- হল ছাড়ছেন কুয়েট শিক্ষার্থীরা