1. »
  2. শিক্ষা

পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ সিটি কলেজের শিক্ষার্থীরা

রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪ ০৪:১৩ পিএম | আপডেট: রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪ ০৪:১৩ পিএম

পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ সিটি কলেজের শিক্ষার্থীরা

ধানমন্ডি-১ নম্বর সড়কে জড়ো হওয়া ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

আজ রোববার (২৮ জানুয়ারি) বেলা ১১টা ৫২ মিনিটে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটে। জানা গেছে, দুপুর ১২টার দিকে ধানমন্ডি-১ নম্বর সড়কের শেষে ঢাকা সিটি কলেজের ২০-৩০ শিক্ষার্থী জড়ো হন। আগে থেকেই সতর্ক অবস্থায় ধানমন্ডি মডেল থানার একটি টহলকারী দল শিক্ষার্থীদের সরে যেতে আহ্বান করা হয়। পরে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দেয়। এ ঘটনায় পুলিশের ধাওয়ায় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আবারও ধানমন্ডি পপুলার ও মেরিয়ট কনভেনশন সেন্টারের সামনে জড়ো হয়। এ সময় বিভিন্ন মোড়ে সিটি কলেজের শিক্ষকরাও শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসে ফেরার নির্দেশ দেন। দুপুর সাড়ে ১২টার দিকে সিটি কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যায়।

পুরো এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। স্থানীয় নিউমার্কেট এলাকা ও ধানমন্ডি মডেল থানা পুলিশের পাশাপাশি এসব এলাকা জুড়ে তৎপরতা রয়েছে ডিএমপির অতিরিক্ত পুলিশের।

নিউমার্কেট থানার ওসি (অপারেশন) অর্পিত হালদার ঠাকুর বলেন, ‘কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে এখন পরিস্থিতির শান্ত রয়েছে। আমরা সতর্ক দৃষ্টি রাখছি।’

গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সিটি কলেজের সামনে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধর করেন সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী। পরে ওই শিক্ষার্থীকে সিটি কলেজে আটকে রাখা হয়।

ঢাকা কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা সিটি কলেজের দিকে এগোয়। এর মধ্যে সিটি কলেজের সামনে, সায়েন্স ল্যাব এলাকা ও ঢাকা কলেজের সামনের রাস্তায় কয়েক দফা সংঘর্ষের সূত্রপাত হয়।