কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪ ০১:৫৩ পিএম | আপডেট: রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪ ০১:৫৩ পিএম

কুড়িগ্রামে ভূরুঙ্গামারীতে ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
আজ রোববার সকালে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী তালতলা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার সরকারটারি গ্রামের শহিদুল ইসলাম (৪৮) ও তার ছেলে বিপ্লব (২৫)।
স্থানীয়রা জানান, রোববার পৌনে ৯টার দিকে ভূরুঙ্গামারী থেকে কাজ শেষে তারা একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় পথে ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী ইউনিয়নের তালতলা ব্রিজের কাছে পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা একটি নম্বর প্লেট ও রেজিস্ট্রেশনবিহীন ভটভটির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে ঘটনাস্থলেই মারা যান। তবে এ ঘটনার পরই ভটভটির চালক ও হেলপার দু’জনই পালিয়ে যায়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সড়ক দুর্ঘটনা আইনে মামলার প্রস্তুতি চলছে।’
আরও পড়ুন
- ২০২৪ সালে অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর রেকর্ড
- যশোরে অ্যাম্বুল্যান্স-ভ্যান মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৩
- গাজীপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩
- সাভারে পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে
- সেহরির খাবার গরম করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ ৬
- রাজশাহীতে ট্রাক-অ্যাম্বুল্যান্স মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
- ঢকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ, আহত ২০
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১২