কুষ্টিয়া-নাটোর মহাসড়কে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪ ১২:৪০ পিএম | আপডেট: শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪ ১২:৪০ পিএম

পাবনার ঈশ্বরদীতে বেপরোয়া গতিতে আসতে থাকা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। কুষ্টিয়া-নাটোর মহাসড়কে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।
আজ শনিবার (২০ জানুয়ারি) সকাল সাতটা ৫০ মিনিটে উপজেলার মিরকামারী পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয়- ঈশ্বরদীর শেখপাড়া গ্রামের আব্দুর রউফের ছেলে নাসিম (৪৫) ও পাবনা সদরের রাধানগর এলাকার সুব্রত কুমার কুণ্ডুর ছেলে অমিত কুণ্ডু (৪০)। তারা সবাই ঈশ্বরদী ইপিজেডের রেনেসাঁ লিমিটেডের কর্মকর্তা ছিলেন।
পাকশী হাইওয়ে থানা পুলিশের ওসি আশিস সান্যাল বলেন, ‘সকালে পাবনার দিক থেকে আসা একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৬-০৮৭১) কুষ্টিয়া অভিমুখে যাওয়ার পথে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা দ্রুত ও বেপরোয়া গতিতে যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব-১৫-৫৩৭০) মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুজন নিহত ও আটজন আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।’
ঈশ্বরদী স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসমা খান বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই দুজনের মৃত্যু হয়। এছাড়া তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য পাবনায় স্থানান্তর করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।’
দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস ও যাত্রীবাহী বাস পাকশী হাইওয়ে থানা হেফাজতে আছে। এ ঘটনায় নিহত নাসিমের ভগ্নিপতি বদিউজ্জামান মানিক বাদী হয়ে হাইওয়ে থানায় মামলা করেছেন।
আরও পড়ুন
- ২০২৪ সালে অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর রেকর্ড
- যশোরে অ্যাম্বুল্যান্স-ভ্যান মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৩
- গাজীপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩
- সাভারে পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে
- সেহরির খাবার গরম করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ ৬
- রাজশাহীতে ট্রাক-অ্যাম্বুল্যান্স মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
- ঢকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ, আহত ২০
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১২