গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, নারীসহ নিহত ২
বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪ ১১:০০ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪ ০১:১৪ পিএম
গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দু’জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ১০ জন।
গতকাল বুধবার দিবারাত ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসেম মজুমদার দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন খুলনা জেলার রূপসা উপজেলার আলিমুদ্দিনের ছেলে মিজান (২৫) ও অজ্ঞাত নারী (৩৫)।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসেম মজুমদার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস সাতক্ষীরা যাচ্ছিল। বাসটি রাত ২টার দিকে সোনাসুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে গিয়ে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মিজান ও অজ্ঞাত এক নারী নিহত হন। আহত হন কমযক্ষে ১০ যাত্রী।
খবর পেয়ে ফাসার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে পাঠায়। মারাত্মক আহত পাঁচজনকে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
তিনি আরোও বলেন, নিহত দু’জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও নারীর পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।
সূত্র : বাসস
আরও পড়ুন
- টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ৪
- পল্টনে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- নারায়ণগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৭
- সাতক্ষীরায় ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
- ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, হতাহত অর্ধশতাধিক
- দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, নিহত ১
- বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু
- বঙ্গোপসাগরে এলপিজি বহনকারী জাহাজে ভয়াবহ আগুন