1. »
  2. শিক্ষা

সরকারি কলেজ তদারকি করবে জেলার পাবলিক বিশ্ববিদ্যালয়

মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪ ০২:৪৯ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪ ০২:৪৯ পিএম

সরকারি কলেজ তদারকি করবে জেলার পাবলিক বিশ্ববিদ্যালয়

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, সরকারি কলেজগুলোকে অধিভুক্ত করে একাডেমিক মনিটরিংয়ের দায়িত্বে থাকবে জেলার পাবলিক বিশ্ববিদ্যালয়। নতুন বিশ্ববিদ্যালয়গুলো শুরুতে আন্ডারগ্র্যাজুয়েট (অনার্স) কোর্স চালু না করে সরকারি কলেজের একাডেমিক কার্যক্রম মনিটরিংয়ের দায়িত্ব নেবে। আন্ডার গ্র্যাজুয়েট কোর্সগুলো মনিটরিংয়ের সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েট কোর্স আলাদা করে করবে বিশ্ববিদ্যালয়।

মন্ত্রী সোমবার (১৫ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ২০১৪ সালে সব কলেজ বা শতবর্ষী কলেজগুলোকে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অধীন করে একাডেমিক মনিটরিং নিশ্চিতের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে পদক্ষেপ নিতে উপাচার্যদের পরামর্শ দেন তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত কলেজকে অন্তর্ভুক্ত করেছেন। এতে কলেজগুলোর মান উন্নত হয়েছে। এসব ক্ষেত্রে প্রয়োজন হলে আইন সংশোধন করা হবে বলে জানান তিনি।

এদিকে সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নতুন শিক্ষামন্ত্রী। ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের নেতৃত্বে এই প্রতিনিধিদলে ছিলেন সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, অধ্যাপক ড. হাসিনা খান ও সচিব ড. ফেরদৌস জামান।