মানিকগঞ্জে শাশুড়িকে কুপিয়ে হত্যা করল নববধূ, আহত শ্বশুর
বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪ ১১:০০ এএম | আপডেট: বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪ ০১:৪৭ পিএম

বিয়ের আড়াই মাসের মাথায় মানিকগঞ্জের সিংগাইরে পারিবারিক কলহের জেরে এলোপাতাড়ি কুপিয়ে শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন শ্বশুরও। অভিযুক্ত পুত্রবধূ আইরিন আক্তারকে (১৯) আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলার জামসা ইউনিয়নের মাটিকাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তহুরা বেগম (৫০) ওই গ্রামের সোনামুদ্দিন বিশ্বাসের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাত্র আড়াই মাস আগে নিহত তহুরা বেগমের ছেলে রাসেল বিশ্বাসের সঙ্গে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা গ্রামের আইরিন আক্তারের বিয়ে হয়। নয় দিন আগে ছেলে বিদেশে গেছেন। বিয়ের পর থেকেই শাশুড়ি বউয়ের মধ্যে পারিবারিক কলহ চলছিল। মঙ্গলবার রাতে শ্বশুর ঘুমিয়ে যাওয়ার পর শাশুড়ি ও ছেলের বউ ঘরে বসে টিভি দেখছিলেন। পারিবারিক বিষয়াদি নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়।
একপর্যায়ে শাশুড়িকে টর্চলাইট দিয়ে মাথায় আঘাত করেন পুত্রবধূ আইরিন। এর পর চিৎকার দিলে মুখ কাপড় দিয়ে চেপে ধরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে তার হাত, মুখ, মাথা ও গলায় জখম হয়।
মৃত্যু নিশ্চিত করার পর পুত্রবধূ শাশুড়ির মরদেহ ঘর থেকে টেনে বের করে বারান্দার টয়লেটে নিয়ে আসেন। সেখানে রক্তমাখা কাপড় পরিবর্তন করে লাশ গুম করার উদ্দেশ্যে টেনে ঘরের বাইরে বের করা হয়।
এ সময় শ্বশুরের ঘুম ভেঙে গেলে তিনি ঘটনা টের পান। এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে পুত্রবধূ। মুখে জখম হওয়ার পর জোর করে ছুরি ছিনিয়ে নেন শ্বশুর সোনামুদ্দিন। পরে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে পুত্রবধূকে আটক করে।
সিংগাইর থানার ওসি জিয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। অভিযুক্ত আইরিন আক্তারকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন
- চার দিনেও জ্ঞান ফেরেনি ধর্ষণের শিকার শিশুটির
- ডিজিএফআইয়ের সাবেক প্রধানের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার
- মোজাম্মেলকে টাকা দিলে সহজেই মিলত মুক্তিযোদ্ধা সনদ
- রাজধানীর আলোচিত সন্ত্রাসী কবজি কাটা আনোয়ার গ্রেফতার
- বিএনপির ৮৪৮ নেতাকর্মী হত্যায় হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে মামলা
- গুলশানে টিউলিপের বিলাশবহুল টাওয়ারের খোঁজ পেয়েছে তদন্ত কমিটি
- সিংগাইর থানার ফেসবুক আইডিতে শেখ হাসিনার ভিডিও শেয়ার, পরে ডিলিট
- ২৮ কোটি টাকার অবৈধ সম্পদের মামলায় ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান আলমগীর বিমানবন্দরে গ্রেফতার