নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা পিকআপের, নিহত ৩
মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪ ০৩:১৬ পিএম | আপডেট: মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪ ০৩:১৬ পিএম

সুনামগঞ্জের ছাতক উপজেলার বড়কাপন এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২ জানুয়ারি) ভোরে সুনামগঞ্জ-সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জয়কলস হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার উখারগাঁও গ্রামের মনোহর আলীর পুত্র আব্দুল করিম, দিরাই উপজেলার সাদিরপুর গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র নুরুল হক, জামালগঞ্জ উপজেলার হাটামারা গ্রামের আব্দুর রহিমের পুত্র আসাব উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানান, মঙ্গলবার সকালে সুনামগঞ্জ থেকে জাউয়াবাজার যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাছবাহী পিকআপ একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। এ সময় পিকআপে থাকা ২ জনের ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। গুরুতর আহত ১ জনকে কৈতক হাসপাতালে নেওয়ার পর মারা যায়। এছাড়াও একজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আরেকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
বিষয়টি নিশ্চিত করে ছাতক থানার ওসি শাহ আলম বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন
- ২০২৪ সালে অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর রেকর্ড
- যশোরে অ্যাম্বুল্যান্স-ভ্যান মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৩
- গাজীপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩
- সাভারে পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে
- সেহরির খাবার গরম করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ ৬
- রাজশাহীতে ট্রাক-অ্যাম্বুল্যান্স মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
- ঢকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ, আহত ২০
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১২