চট্টগ্রামে জামায়াতের বিরুদ্ধে বিএনপি কার্যালয় ভাংচুরের অভিযোগ
বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬ ০১:০০ পিএম | আপডেট: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬ ০১:০১ পিএম
চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির কার্যালয়ে ভাংচুর করেছে জামায়াতের নেতাকর্মীরা বলে অভিযোগ এসেছে।
গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে ঘটা এই সংঘাতের সময় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের একটি কার্যালয় ভাঙচুর করা হয়। এই ঘটনায় দুই পক্ষই একে অপরকে দায়ী করেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চট্টগ্রাম-১০ আসনের বিএনপি প্রার্থী সাঈদ আল নোমান ও জামায়াতে ইসলামীর প্রার্থী শামসুজ্জামান হেলালীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাঁধে। রাত ১০টার দিকে জামায়াত প্রার্থীর গণসংযোগ শেষে ফেরার পথে আমবাগান এলাকায় রেললাইনের পাশে থাকা বিএনপি সমর্থিত কোকো স্মৃতি সংসদের কার্যালয়ের সামনে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, জামায়াত কর্মীরা মিছিল নিয়ে যাওয়ার সময় কার্যালয়ের সামনে স্লোগান দিলে ভেতরে থাকা বিএনপি কর্মীরা বেরিয়ে এসে পাল্টা স্লোগান দেন। এক পর্যায়ে উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কার্যালয় ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনেছে বিএনপি।
নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন বলেন, ‘আমাদের লোকজন অফিসে বসে ছিল। টাইগারপাস এলাকা থেকে বহিরাগতরা এসে অতর্কিতে ভাঙচুর ও মারধর শুরু করলে তারা প্রতিরোধ গড়ে তোলে। বহিরাগতরা যদি জামায়াত হয়, তবে বসে সমাধান করা যাবে।’
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, পাল্টাপাল্টি স্লোগান থেকে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, ‘পরে অফিস ভাঙচুরের অভিযোগ পেয়েছি, তবে পুলিশের উপস্থিত থাকাকালীন এমন কিছু ঘটেনি।’
আরও পড়ুন
- আগামীকাল রাজশাহী সফরে যাচ্ছেন তারেক রহমান
- গাজীপুরে যানজট নিরসন, খাল খনন ও নারীবান্ধব প্রকল্প বাস্তবায়নের ঘোষণা
- ‘রক্তে রাজনীতি, মানুষের সেবা করেই এগোতে চাই’ : তারেক রহমানকে বললেন কিশোরী
- ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : সালাহউদ্দিন আহমদ
- গাজীপুর রাজবাড়ি সমাবেশের পথে তারেক রহমান
- মিথ্যা সমালোচনা নয়, সুষ্ঠূ পরিকল্পনাই দেশের উন্নয়নের পথ : তারেক রহমান
- ময়মনসিংহের জনসভা মঞ্চে তারেক রহমান ও জুবাইদা রহমান
- আগামীকাল ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান