রাজবাড়ী মাঠে তারেক রহমান
গাজীপুরে যানজট নিরসন, খাল খনন ও নারীবান্ধব প্রকল্প বাস্তবায়নের ঘোষণা
বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬ ১২:৪৬ এএম | আপডেট: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬ ১২:৫২ এএম
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি যতবার রাষ্ট্রক্ষমতায় এসেছে, ততবারই দেশের কল্যাণে কাজ করেছে। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে গাজীপুরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে ওভারপাস নির্মাণ করা হবে। একই সঙ্গে নারীদের জন্য ডে-কেয়ার সেন্টার স্থাপন, নতুন শিল্পকারখানা গড়ে তোলা এবং খাল পুনঃখননসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে গাজীপুর রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ২০২৪ সালের গণআন্দোলনে গাজীপুরবাসীর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্দোলনের সময় গাজীপুর থেকে ঢাকায় গিয়ে মানুষ রাজপথে নেমে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অংশ নিয়েছিল।
তিনি বলেন, গাজীপুর বাংলাদেশের গার্মেন্টস শিল্পের রাজধানী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে গার্মেন্টস শিল্পের ভিত্তি স্থাপন করেছিলেন, যার ফলে দেশের লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং বিদেশে শ্রমবাজার সম্প্রসারিত হয়েছে। অন্যদিকে বেগম খালেদা জিয়া বিনামূল্যে নারী শিক্ষা চালু করে নারীদের ক্ষমতায়নের পথ সুগম করেন।
গাজীপুরের জন্য বিএনপির নির্দিষ্ট পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, জয়দেবপুর রেলক্রসিংয়ের ওপর একটি ওভারপাস নির্মাণ করা হবে, যা যানজট কমাতে বড় ভূমিকা রাখবে। নারীদের কর্মজীবন সহজ করতে ডে-কেয়ার সেন্টার চালু করা হবে। পাশাপাশি শ্রমিকদের আবাসন সমস্যা সমাধানে স্বল্পমূল্যে আবাসনের ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, গাজীপুরের খালগুলো দখল ও দূষণমুক্ত করে পুনঃখনন করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচিত হলে প্রথম পর্যায়ে তিনটি খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, “ইনশাআল্লাহ ভোটের পর খাল খনন কর্মসূচিতে আপনাদের সঙ্গে দেখা হবে।”
তারেক রহমান বলেন, দেশে নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানো হবে। নারীদের জন্য নতুন পরিকল্পনার অংশ হিসেবে দল-মত নির্বিশেষে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। কৃষকদের সুবিধার্থে কৃষি কার্ড প্রদান এবং চিকিৎসাসেবা নিশ্চিত করতে হেলথ কেয়ার কর্মী নিয়োগের পরিকল্পনাও রয়েছে।
ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, গাজীপুরবাসীকে ভোরে, তাহাজ্জুত ও ফজরের সময় ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। শুধু ভোট দিলেই হবে না, ভোট চুরি রোধে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, যে অধিকার আদায়ের জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, সে অধিকার যেন আর কোনো ষড়যন্ত্রকারী কেড়ে নিতে না পারে—সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
গাজীপুরের সঙ্গে নিজের আবেগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, গাজীপুরে তাঁর পরিবারের বসবাস ছিল এবং এই রাজবাড়ী মাঠেই তাঁর শৈশব-কৈশোর কেটেছে। তাই গাজীপুরের মানুষের কাছে তাঁর দাবি ও অধিকার রয়েছে। তিনি গাজীপুরবাসীর প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।
সবশেষে তিনি বলেন, দেশকে পরিবর্তন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পরিশ্রম করতে হবে। তাহলেই ধীরে ধীরে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। এ সময় তিনি স্লোগান দেন—
“করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ।”
এর আগে রাত ১১টা ৪০ মিনিটে তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান সভার মঞ্চে ওঠেন। মঞ্চে উঠে তিনি উপস্থিত জনতার সঙ্গে কুশল বিনিময় করেন। গভীর রাতে সভা শুরু হলেও রাজবাড়ী মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। কোথাও দাঁড়ানোর জায়গা পর্যন্ত ছিল না।
দেশে ফেরার পর থেকে তারেক রহমানের প্রতি মানুষের যে ভালোবাসা ও সমর্থন দেখা যাচ্ছে, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য নজির হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন
- ‘রক্তে রাজনীতি, মানুষের সেবা করেই এগোতে চাই’ : তারেক রহমানকে বললেন কিশোরী
- ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : সালাহউদ্দিন আহমদ
- গাজীপুর রাজবাড়ি সমাবেশের পথে তারেক রহমান
- মিথ্যা সমালোচনা নয়, সুষ্ঠূ পরিকল্পনাই দেশের উন্নয়নের পথ : তারেক রহমান
- ময়মনসিংহের জনসভা মঞ্চে তারেক রহমান ও জুবাইদা রহমান
- আগামীকাল ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান
- বায়ুদূষণে শীর্ষে ঢাকা
- সময় এসেছে পরিবর্তনের, ঐক্যবদ্ধ থাকলে দেশ বদলানো সম্ভব: তারেক রহমান