1. »
  2. রাজনীতি

গাজীপুর রাজবাড়ি সমাবেশের পথে তারেক রহমান

মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬ ০৭:২৬ পিএম | আপডেট: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬ ০৭:২৬ পিএম

গাজীপুর রাজবাড়ি সমাবেশের পথে তারেক রহমান

গাজীপুর রাজবাড়ী মাঠের জনসভায় যোগ দিতে রওনা হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ময়মনসিংহে বিশাল নির্বাচনী জনসভা শেষে আজ বিকেলে তিনি গাজীপুরের উদ্দেশে যাত্রা শুরু করেন। এ নির্বাচনী সফরে প্রথমবারের মতো তাঁর সঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

গাজীপুর রাজবাড়ী মাঠের জনসভায় তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এখন সভাস্থলে বক্তব্য দিচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা।

দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি প্রথমে ময়মনসিংহের জনসভায় উপস্থিত হন এবং সেখানে বক্তব্য প্রদান শেষে সরাসরি গাজীপুরের উদ্দেশে রওনা দেন। সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, তিনি ইতোমধ্যে গাজীপুরের খুব কাছাকাছি পৌঁছে গেছেন।

এদিকে তারেক রহমানের আগমনকে ঘিরে গাজীপুর রাজবাড়ী মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক তাঁর অপেক্ষায় মাঠে অবস্থান করছেন। তারা হাতে ধানের শীষ ও বিএনপির পতাকার পাশাপাশি জাতীয় পতাকা বহন করে বিএনপি ও ধানের শীষের পক্ষে স্লোগান দিচ্ছেন।

একই সঙ্গে বিভিন্ন স্থান থেকে দলে দলে নেতাকর্মীরা বড় বড় মিছিল নিয়ে জনসভাস্থলে যোগ দিচ্ছেন, ফলে পুরো এলাকায় উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে পড়েছে।