মিথ্যা সমালোচনা নয়, সুষ্ঠূ পরিকল্পনাই দেশের উন্নয়নের পথ : তারেক রহমান
মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬ ০৬:০৪ পিএম | আপডেট: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬ ০৬:১৬ পিএম
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল স্বৈরাচার সরকারের মুখের ভাষা ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে। অন্য দলের সমালোচনা করে জনগণের কোনো লাভ হয় না; দেশের উন্নয়নের জন্য প্রয়োজন সুস্পষ্ট পরিকল্পনা ও অভিজ্ঞতা।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এসময় প্রথমবারের মতো নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান।
তারেক রহমান বলেন, বর্তমানে অনেক দল নির্বাচনী প্রচারণায় একে অপরের সমালোচনায় ব্যস্ত। এতে জনগণের উপকার হয় না। জনগণের কল্যাণে কাজ করতে হলে পরিকল্পনা ও বাস্তব অভিজ্ঞতা থাকতে হয়। বিএনপির রয়েছে শিক্ষা, নিরাপত্তা ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের বাস্তব অভিজ্ঞতা ও সুপরিকল্পনা।
তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল পলাতক সরকারের ভাষা ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং বিএনপিকে ‘দুর্নীতির চ্যাম্পিয়ন’ বলে আখ্যা দিচ্ছে। ওই দলকে উদ্দেশ করে তিনি প্রশ্ন রাখেন—২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাদের দুই নেতা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, বিএনপি যদি দুর্নীতিগ্রস্ত হতো তাহলে তারা কেন পদত্যাগ করেননি? এটি প্রমাণ করে যে বেগম খালেদা জিয়া কঠোর হাতে দুর্নীতি দমন করেছিলেন। বরং এখন ওই দল নিজেরাই নিজেদের দলের নেতাদের নিয়ে মিথ্যাচারে লিপ্ত।
তারেক রহমান বলেন, দেশের উন্নয়নের প্রথম শর্ত হলো ভোটের অধিকার নিশ্চিত করা। ভোটের অধিকার না থাকায় ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুরে নদীভাঙন, রাস্তা-ঘাট ও সেতুর মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো গত এক যুগেও উন্নয়ন হয়নি। ভোটাধিকার থাকলে কেউ এসব সমস্যা উপেক্ষা করতে পারত না।
তিনি বলেন, রাতের ভোটের সংস্কৃতির কারণে দেশে শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ও কর্মসংস্থান নিশ্চিত হয়নি; মা-বোনদের নিরাপত্তাও ছিল না। অথচ বিএনপি সরকারের সময় বেগম খালেদা জিয়া মেয়েদের শিক্ষা বিনামূল্যে করে দিয়েছিলেন। এর ফলেই আজ মেয়েরা ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাচ্ছে।
নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। দেশের উন্নয়নে নারীদের অংশগ্রহণ অপরিহার্য। এ লক্ষ্যে বিএনপি নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনা নিয়েছে।
তারেক রহমান বলেন, তরুণরা চায় কর্মসংস্থান ও সময়মতো চিকিৎসা। মাদক সমস্যার সমাধানে বেকারত্ব দূর করতে হবে। মানুষ কাজ ও ব্যবসায় ব্যস্ত থাকলে মাদক ও অপরাধে জড়ানোর সুযোগ কমে যাবে।
তিনি জানান, বিএনপি ভোকেশনাল শিক্ষাব্যবস্থা সম্প্রসারণ করবে। এর মাধ্যমে তরুণরা প্রশিক্ষণ নিয়ে দেশে-বিদেশে কাজের সুযোগ পাবে। আইটি প্রশিক্ষণের মাধ্যমে ঘরে বসেই আয় করার সুযোগ তৈরি করা হবে।
স্বাস্থ্যখাতে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, পল্লি চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে ঘরে বসেই প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। শিশু ও নারীদের প্রাথমিক চিকিৎসা বাড়িতে পৌঁছে দেওয়া হবে এবং জেলা হাসপাতালগুলো আরও সম্প্রসারণ করা হবে।
তিনি বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমাজে ইমাম ও মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিএনপি ইমাম-মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতা চালু করবে এবং তাদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে তারা সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন।
ময়মনসিংহ একটি কৃষিপ্রধান এলাকা উল্লেখ করে তারেক রহমান বলেন, কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। এজন্য কৃষিখাতে উন্নয়নের লক্ষ্যে বিএনপি কৃষিকার্ড চালু করেছে। এ কার্ডের মাধ্যমে সহজে সার ও বীজ সরবরাহ করা সম্ভব হবে।
এলাকার মৎস্যখাতের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, ময়মনসিংহ মাছের পোনা উৎপাদনের জন্য বিখ্যাত। এসব পোনা দেশ ও বিদেশে রপ্তানির পরিকল্পনা রয়েছে, এতে কর্মসংস্থান বাড়বে এবং বেকারত্ব কমবে। এছাড়া খাল-বিল পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে।
ভোটের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোট দিতে যেতে হবে ফজরের সময়ের মতো ভোরে। শুধু ভোট দিলেই হবে না, ভোট চুরি ঠেকাতে কেন্দ্রেই সজাগ থাকতে হবে।
সবশেষে তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ধর্ম-বর্ণ ভুলে সবাই এক হয়ে দেশ স্বাধীন করেছিল। ২০২৪-এর গণঅভ্যুত্থানেও সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে। এবারও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। এ সময় তিনি স্লোগান দেন—
“করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ।”
আরও পড়ুন
- গাজীপুরে যানজট নিরসন, খাল খনন ও নারীবান্ধব প্রকল্প বাস্তবায়নের ঘোষণা
- ‘রক্তে রাজনীতি, মানুষের সেবা করেই এগোতে চাই’ : তারেক রহমানকে বললেন কিশোরী
- ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : সালাহউদ্দিন আহমদ
- গাজীপুর রাজবাড়ি সমাবেশের পথে তারেক রহমান
- ময়মনসিংহের জনসভা মঞ্চে তারেক রহমান ও জুবাইদা রহমান
- আগামীকাল ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান
- বায়ুদূষণে শীর্ষে ঢাকা
- সময় এসেছে পরিবর্তনের, ঐক্যবদ্ধ থাকলে দেশ বদলানো সম্ভব: তারেক রহমান