জুলাই গণ-অভ্যুত্থান
চানখারপুল হত্যাকাণ্ডে হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ড
সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬ ০১:৫৩ পিএম | আপডেট: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬ ০১:৫৩ পিএম
২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য দুই আসামি হলেন সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি-রমনা) শাহ আলম মো. আখতারুল ইসলাম। রায় ঘোষণার সময় দেখা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজনই পলাতক রয়েছেন।
এ ছাড়া একই মামলায় অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। রমনা জোনের সাবেক সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ ইমরুলকে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেনকে ৪ বছর এবং কনস্টেবল মো. সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে ৩ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে মোহাম্মদ ইমরুলও বর্তমানে পলাতক রয়েছেন।
আরও পড়ুন
- জুলাইয়ে চানখারপুলে গণহত্যা মামলার রায় পড়া শুরু, দেখানো হচ্ছে লাইভ
- ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ
- হাসিনা-টিউলিপ-ববিসহ ১৭ জনের বিরুদ্ধে রায় ২ ফেব্রুয়ারি
- হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
- ট্রাইব্যুনালে আ'লীগের নেতার জামিন মঞ্জুর
- সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
- পাবনা ১ ও ২ আসনে জাতীয় নির্বাচন স্থগিত
- আসামি ফয়সালসহ ৫৩ অ্যাকাউন্ট ফ্রিজ