নির্বাচনে থাকবেন ৫৫ হাজার দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষক
সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬ ১০:২৯ এএম | আপডেট: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬ ১০:২৯ এএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে দায়িত্ব পালন করবেন ৮১টি দেশি নিবন্ধিত সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক। পাশাপাশি নির্বাচনে প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন।
গতকাল রোববার রাজধানীর হোটেল ওয়েস্টিনে কূটনৈতিক মিশনের প্রধান, বাংলাদেশে কর্মরত জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানানো হয়।
ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। নির্বাচনে মোট প্রার্থী রয়েছেন ১ হাজার ৯৯৪ জন, এর মধ্যে ২৫৬ জন স্বতন্ত্র প্রার্থী।
তিনি আরও জানান, আগামী ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ সম্পন্ন করা হবে।
সূত্র : বাসস
আরও পড়ুন
- নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে তিন দিন সরকারি ছুটি ঘোষণা
- ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৮ জনের রায় আজ
- ভারতে হাসিনাকে বক্তব্যের অনুমতি দেওয়ায় বাংলাদেশের তীব্র প্রতিবাদ
- ফেনীতে ইপিজেড ও মেডিকেল কলেজ করার ঘোষণা তারেক রহমানের
- দ্রুত পোষ্টাল ব্যালটে ভোট দেওয়ার আহ্বান
- ১২ ফেব্রুয়ারির নির্বাচন ভবিষ্যত ভোটের মানদন্ড স্থাপন করবে : প্রধান উপদেষ্টা
- আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১ হাজার ৯৮১ প্রার্থী
- আসন্ন জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দ আজ