ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬ ১১:০৩ এএম | আপডেট: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬ ১১:০৩ এএম
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু মিয়া আত্মসমর্পণ করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) সকালে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হন।
গত ২২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় (কারা-২) শাখা থেকে জারি করা এক আদেশে মাওলানা আবুল কালাম আজাদের সাজা এক বছরের জন্য স্থগিত করে সরকার।
আদেশে তার বিরুদ্ধে প্রদত্ত দণ্ডাদেশ আদালতে আত্মসমর্পণপূর্বক আপিল দায়েরের শর্তে এক বছরের জন্য স্থগিত করা হয়। সরকারি এই আদেশের ফলে মাওলানা আবুল কালাম আজাদকে সু্প্রিম কোর্টে আপিল করার আগে আত্মসমর্পণ করতে হবে। এরপর তিনি আপিল করতে পারবেন বলে আদেশে বলা হয়।
আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আজাদের সাজা স্থগিত
মাওলানা আবুল কালাম আজাদকে ২০১৩ সালের ২১ জানুয়ারি মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল-২ এর তৎকালীন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। ওই সময় থেকে তিনি পলাতক।
আরও পড়ুন
- চানখারপুল হত্যাকাণ্ডে হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ড
- জুলাইয়ে চানখারপুলে গণহত্যা মামলার রায় পড়া শুরু, দেখানো হচ্ছে লাইভ
- হাসিনা-টিউলিপ-ববিসহ ১৭ জনের বিরুদ্ধে রায় ২ ফেব্রুয়ারি
- হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
- ট্রাইব্যুনালে আ'লীগের নেতার জামিন মঞ্জুর
- সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
- পাবনা ১ ও ২ আসনে জাতীয় নির্বাচন স্থগিত
- আসামি ফয়সালসহ ৫৩ অ্যাকাউন্ট ফ্রিজ