1. »
  2. সমগ্র দেশ

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ

সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬ ১২:৩১ পিএম | আপডেট: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬ ১২:৩১ পিএম

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত চিকন চাকার প্রায় ২ লাখ ৪১ হাজার ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চলাচলের দাবিতে রাজধানীর বাড্ডায় মানববন্ধনের কর্মসূচি পালন করেছেন রিকশা ও ভ্যান শ্রমিকরা। তবে নির্ধারিত মানববন্ধনের পাশাপাশি একপর্যায়ে তারা সড়ক অবরোধে নামলে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

পুলিশ জানিয়েছে, শ্রমিকদের পক্ষ থেকে সড়ক অবরোধের কোনো পূর্বঘোষণা ছিল না। তারা শুধু মানববন্ধনের কথা জানিয়েছিল। কিন্তু কর্মসূচি চলাকালে বাড্ডা ফুজি টাওয়ারের সামনে মূল সড়ক অবরোধ করেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা।

ঢাকা বৃহত্তর দক্ষিণ সিটি করপোরেশনের ব্যাটারিচালিত রিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনটির নেতারা জানান, দীর্ঘদিন ধরে চিকন চাকার ব্যাটারি রিকশা চলাচলের ওপর নানা ধরনের বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, যা শ্রমিকদের জীবিকা নির্বাহে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

এদিকে, বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সড়ক অবরোধের কারণে ট্রাফিক গুলশান বিভাগ এক বিজ্ঞপ্তিতে ওই রুট ব্যবহারকারী যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে। পাশাপাশি পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ট্রাফিক বিভাগ জানায়, রামপুরা থেকে কুড়িল বিশ্বরোড বা উত্তরা অভিমুখে যাত্রীরা বাড্ডা লিংক রোড থেকে বামে ঘুরে গুলশান-১ হয়ে গুলশান-২ দিয়ে চলাচল করতে পারবেন। আর উত্তরা থেকে আগত যানবাহনকে বাড্ডা রুট এড়িয়ে মহাখালী রুট ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

সড়ক অবরোধের ফলে রাজধানীর বাড্ডা, রামপুরা ও আশপাশের এলাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। এতে অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।