রিটার্নিং কর্মকর্তাদের অবহিত করে
৪ দিনের সফরে উত্তরাঞ্চল যাচ্ছেন তারেক রহমান
বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬ ১২:৫৩ পিএম | আপডেট: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬ ০১:১৯ পিএম
আগামী ১১ জানুয়ারি ৪ দিনের উত্তরাঞ্চল সফর দিয়ে ঢাকার বাহিরে যাত্রা শুরু করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এজন্য উত্তরবঙ্গের ১৩ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাকে অবহিত ও নিরাপত্তা চেয়ে চিঠি পাঠিয়েছেন তাঁর সচিব আব্দুস সাত্তার।
গতকাল মঙ্গলবার তারেক রহমানের একান্ত সচিব আব্দুস সাত্তারের স্বাক্ষরিত চিঠিতে এ সফরের সময়সূচি ও গন্তব্যের নির্দিষ্ট স্থানের বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাদের অবহিত করে নিরাপত্তার আবেদন করেন।
এ সফরে তারেক রহমান ১১ জানুয়ারি ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় রাত্রিযাপন; ১২ জানুয়ারি বগুড়া, রংপুর (পীরগঞ্জ), দিনাজপুর হয়ে ঠাকুরগাঁওয়ে রাত্রিযাপন; ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট হয়ে রংপুরে রাত্রিযাপন এবং ১৪ জানুয়ারি রংপুর, বগুড়া (গাবতলী) হয়ে ঢাকায় প্রত্যাবর্তন করবেন তিনি।
এসময় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ ও মরহুমা তৈয়বা মজুমদারসহ নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান।
চিঠিতে বিষয় হিসেবে তিনি লিখেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত এবং বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
তিনি আরও লিখেন, উপর্যুক্ত বিষয়ে সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর সফরসূচী এতদসঙ্গে সংযুক্ত করা হলো। উল্লেখ্য সফরটি মূলত: ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারীকৃত 'আচারণ বিধি' কোনো ক্রমেই লংঘন করা হবে না। অতএব, এ বিষয়ে প্রয়োজনীয় নিরাপত্তাসহ সকল পদক্ষেপ গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করা হলো।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের বর্তমান করা নিয়ম অনুযায়ী প্রতীক বরাদ্দ না হওয়া পর্যন্ত কোনো প্রার্থী নির্বাচনী প্রচার প্রচারণা চলাতে পারবে না। এ জন্য তারেক রহমান জেলা প্রশাসক ও রিটার্নিক কর্মকর্তাকে অবহতির উদ্দেশ্যে এ চিঠি পাঠান।
আরও পড়ুন
- কক্সবাজার সফরে যাচ্ছেন তারেক রহমান
- বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান
- খালেদা জিয়ার আসনে বিএনপির প্রার্থী হবেন কারা?
- দেশের পক্ষের শক্তি বিএনপিকে মানুষ বিজয়ী করবে : মির্জা ফখরুল
- দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক চলছে আজ
- দায়িত্বশীল ও পেশাদারিত্বের জন্য তারেক রহমানের কৃতজ্ঞতা
- আপনার নেতৃত্বে দু'দেশের অংশীদারিত্বের নতুন সূচনা হবে : নরেন্দ্র মোদি
- এনসিপি থেকে জারার স্বামীর পদত্যাগ