1. »
  2. আবহাওয়া
সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

হাড় কাঁপানো শীতে কাঁপছে দেশ

মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬ ১১:৫৭ এএম | আপডেট: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬ ১১:৫৭ এএম

হাড় কাঁপানো শীতে কাঁপছে দেশ

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াসে। আকাশে কুয়াশার আধিক্য তেমন না থাকলেও হাড়কাঁপানো হিমেল হাওয়ায় বেড়েছে শীতের দাপট। 

সোমবার (৫ জানুয়ারি) ছিল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি। এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার খুব বেশি ব্যবধান নেই। সাড়ে ৮ ডিগ্রির ব্যবধান। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান ছাড়াও শুধু সর্বনিম্ন তাপমাত্রা কমায় শীতের প্রকোপ বেড়েছে। ভোর ৬টা ৪৭ মিনিটে সূর্যোদয়ের কথা থাকলেও সকাল ১০টা পর্যন্ত নেই সূর্যের দেখা। 

শীতের কারণে কিছুটা হলেও স্থবির হয়ে পড়েছে জনজীবন। কি শহর, কি গ্রাম, একই চিত্র জেলার সবখানে। আবহাওয়া অফিসের হিসেবে, সকালে বাতাসে আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। ফলে কনকনে ঠান্ডা বাতাসে শরীরে ছড়িয়ে পড়ছে তীব্র শীতের শিহরণ।

এছাড়া রাজধানী ঢাকায় সকাল থেকে সূর্যের দেখা যায়নি। বর্তমান তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ৫-১০ কিমি বেগে হালকা বাতাস বইছে। আকাশ মেঘাচ্ছন্ন ও সকালের আর্দ্রতা ৭১ শতাংশ, যা বিকেলে কমে ৪৫ শতাংশতে নামবে বলে আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টা থেকে আগামী ৬ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাস থেকে জানা এসব তথ্য পাওয়া গেছে।