বেগম খালেদা জিয়া’র কবরে শেকৃবি ‘বৃহত্তর বগুড়া সমিতি’র শ্রদ্ধাঞ্জলি
রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬ ১১:০৭ এএম | আপডেট: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬ ১১:০৭ এএম
আজ শনিবার সন্ধ্যায় (০৩ জানুয়ারি ২০২৬) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেছে ‘বৃহত্তর বগুড়া সমিতি’।
এসময় উপস্থিত ছিলেন– শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)-এর অধ্যাপক, ইউট্যাবের যুগ্ম-মহাসচিব ও সংগঠনটির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এফএম আমিনুজ্জামান রিপন, সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক নুর মহল আক্তার বানু, অধ্যাপক ড. মোঃ জাহেদুর রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম সুলতান, ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ মাহবুবুল আলম, সহকারী কন্ট্রোলার মহিদুল ইসলাম পলাশ।
এদিকে, শ্রদ্ধা নিবেদন শেষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)-এর অধ্যাপক ড. এফএম আমিনুজ্জামান রিপন বলেন– ‘‘দেশ তাদের প্রকৃত অবিভাবক হারিয়েছে, সকলের মতো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘বৃহত্তর বগুড়া সমিতি’ শোকাহত।
এই শোককে শক্তিতে রূপান্তরিত করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর ৩১ দফা বাস্তবায়নে সকলকে এগিয়ে এসে দেশকে গঠন করতে হবে।”
এছাড়া আরও উপস্থিত ছিলেন– ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, অগ্রণী ব্যাংক অফিসার কল্যান সমিতি বাংলাদেশ-এর যুগ্ম-সম্পাদক কৃষিবিদ মোঃ নাহিয়ান হোসেন-সহ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)’র ‘বৃহত্তর বগুড়া সমিতি’-এর সদস্যবৃন্দ।
আরও পড়ুন
- ২০২৬ এসএসসি পরীক্ষা কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ
- পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই চলছে জকসু নির্বাচন
- জকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে
- জাবির হল থেকে বিদেশি মদসহ শিক্ষার্থী আটক
- শিক্ষাবর্ষের প্রথম দিন নতুন বই পাচ্ছে না
- বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে জকসু নির্বাচন স্থগিত ঘোষণা
- নতুন পাঠ্যপুস্তকের অনলাইন সংস্করণ প্রকাশ
- ঢাবির বিজ্ঞান অনুষদের ভর্তি পরিক্ষা আজ