বেগম খালেদা জিয়ার জানাজা দুপুর ২টায়
বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫ ১০:৪৩ এএম | আপডেট: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫ ১০:৪৩ এএম
সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ আজ বুধবার বাদ জোহর দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশের মাঠ, ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া এভিনিউ জুড়ে জানাজার নামাজের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সংসদ ভবনের পশ্চিম প্রান্তে মরহুমার কফিন রাখা হবে। আনুমানিক দুপুর ২টার দিকে এই জানাজা পড়ানো হবে।
দেশের এই বরেণ্য নেতাকে সর্বস্তরের জনগণ যাতে শেষ শ্রদ্ধা জানাতে এবং জানাজায় অংশ নিতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট রাষ্ট্রীয় দপ্তরগুলো যাবতীয় নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করেছে। জানাজায় অংশগ্রহণকারীদের সুবিধার্থে মানিক মিয়া এভিনিউ সংলগ্ন পার্শ্ববর্তী সড়কগুলোতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
জানাজা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। এ সময় মরহুমার পরিবারের সদস্য, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত এবং বিএনপি’র শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
দাফন প্রক্রিয়া নির্বিঘ্ন করতে জিয়া উদ্যান এলাকায় নির্ধারিত ব্যক্তিবর্গ ছাড়া জনসাধারণের প্রবেশ সীমিত করা হয়েছে। দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত এই নিয়ন্ত্রণ বহাল থাকবে বলে জানানো হয়।
আরও পড়ুন
- বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশাহর শোক
- আজও খালেদা জিয়ার কবর জিয়ারতে মানুষের ঢল
- কবর জিয়ারত করলেন জেইমা রহমানসহ পরিবারের সদস্যরা
- আজ রাষ্ট্রীয় শোকের শেষ দিন, জুমার পর দেশজুড়ে দোয়া
- বেগম খালেদা জিয়ার মরদেহ সংসদ ভবনে নেওয়া হচ্ছে
- শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে সমাহিত হবেন খালেদা জিয়া
- আজ থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক শুরু
- তারেক রহমানের বাসায় নেয়া হয়েছে খালেদা জিয়ার মরদেহ