পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান
রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ১০:৫০ এএম | আপডেট: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ১০:৫০ এএম
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়েছেন।
গতকাল শনিবার রাতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এই পদত্যাগ পত্র জমা দেওয়া হয়েছে। এদিন রাতে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানিয়েছেন, ‘রাত সাড়ে নয়টার দিকে অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ পত্রটি আমাদের অফিসে জমা দিয়েছেন। পদত্যাগ পত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করা হয়েছে। পদত্যাগ পত্রটি রোববার সকালে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে।’
এর আগে ৫ নভেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে ভোট করবেন। সেদিন নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. আসাদুজ্জামান বলেছিলেন, ‘আমি ভোট করব। আমি নমিনেশন ওখানে চেয়েছি। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনো। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে গিয়ে আমি ভোট করব। যখন সময় আসবে, তখন করব।’
সম্প্রতি তিনি বিএনপি থেকে পেয়েছেন। গত বছরের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে এ পদে নিয়োগ দেন। তিনি বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক ছিলেন।
আরও পড়ুন
- আজ তৃতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন তদন্ত কর্মকর্তা
- ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের চৌধুরী
- ওবাইদুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
- সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী শাওনের বিরুদ্ধে অভিযোগ
- আবু সাইদ হত্যার সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসনাত আব্দুল্লাহ
- অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ : আপিল বিভাগ
- খুলনা আদালত চত্বরে দু'জন গুলিবিদ্ধ
- প্লট দুর্নীতির তিন মামলায় হাসিনার ২১ বছরের কারাদণ্ড