জুমার পর
শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তারেক রহমান
শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ ১১:৫৭ এএম | আপডেট: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ ১১:৫৭ এএম
দীর্ঘ ৬ হাজার ৩শত ১৪ দিন পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর আগমনে রাজসিক সংবর্ধনা দিয়েছেন দেশের সব স্তরের মানুষ। পরে তিনি সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রেখে অসুস্থ মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে বসুন্ধরা আবাসিকে এভারকেয়ার হাসপাতালে যান। পরে সেখান থেকে সরাসরি তার জন্য নির্ধারিত গুলশান অ্যাভিনিউয়ে বাসার চলে যান।
পূর্বে ঘোষণা করা সূচি অনুযায়ী গতকাল (২৫ ডিসেম্বর) বৃহস্পতিবারের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। আজ শুক্রবারের সূচি অনুযায়ী, জুমার নামাজ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারতের জন্য জিয়া উদ্যানে যাবেন তারেক রহমান।
আজকের সূচিতে উল্লেখ রয়েছে, তারেক রহমান জুমার নামাজ শেষে জিয়া উদ্যানে যাবেন বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। বাবার কবর জিয়ারত শেষে ঢাকা সাভারের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতে জাতীয় শহীদ স্মৃতিসৌধে যাবেন।
আরও পড়ুন
- তারেক রহমান গুলশানের বাসার নিরাপত্তা জোরদার
- দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গরীব-দুস্থদের মাঝে এ্যাবের খাবার বিতরন
- যেকোনো মূল্যে বিশৃঙ্খলা প্রতিহত করে, দেশের শৃঙ্খলা রক্ষা করতে হবে : তারেক রহমান
- ৩০০ ফিটের উদ্দেশে তারেক রহমান
- 'দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর অবশেষে দেশের মাটিতে' : তারেক রহমান
- সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
- তারেক রহমানের নিরাপত্তায় 'এসএসএফের সহায়তা চাওয়া হয়নি : শামসুল ইসলাম