যেকোনো মূল্যে বিশৃঙ্খলা প্রতিহত করে, দেশের শৃঙ্খলা রক্ষা করতে হবে : তারেক রহমান
সংবাদদাতা: মোজাহিদ বিল্লাহ বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫ ০৫:৫২ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫ ০৫:৫২ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ দীর্ঘ ১৭ বছর পরে দেশের মাটিতে পা রাখলেন। দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে সংবর্ধনা দেয় বিএনপিসহ দেশের সাধারণ মানুষ। সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ২৪-এর জুলাইয়ে দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে। আমরা দেশে শান্তি চাই। যেকোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা ও সব নাগরিকের অধিকার রক্ষা করতে হবে। বিশৃঙ্খলা প্রতিহত করতে হবে।
আজ (২৫ ডিসেম্বর) বৃহস্পতিবার পৌনে ৪টায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষদের হাত নেড়ে অভিবাদন জানিয়ে বক্তব্য শুরু করে এসব কথা বলেন তিনি।
বক্তব্যের শুরুতেই তারেক রহমান বলেন, 'প্রিয় বাংলাদেশ'। সবাইকে সালাম ও দেশবাসীরকে ধন্যবাদ জানিয়ে বলেন, সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। পাহাড় থেকে সমতল, হিন্দু, বদ্ধ খ্রিষ্টান মুসলমানসহ সব ধর্মের মানুষের এ দেশে সমান অধিকার রয়েছে। আমরা সবাই মিলে একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। দেশের সব নাগরিক যেন ঘর থেকে নিরাপদে বের হয়ে আবার ঘরে প্রবেশ করতে পারে।
তিনি উল্লেখ করেন, দেশে অর্ধেক নারী, ৪ কোটি তরুণ, ৫ কোটি শিশু ও ৪০ লক্ষ প্রতিবন্ধী ও ১ কোটি মানুষের আকাঙ্ক্ষা পূরণ করব ইনশা আল্লাহ। ৭১ শহীদরা জীবন দিয়েছেন সুন্দরভাবে দেশ গঠনের জন্য। আমাদের প্রধান লক্ষ্য আমরা সবাই মিলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে আগামীতে তরুণদের দায়িত্ব নিতে হতে হবে। সেজন্য নিজেদের ধৈর্য ধারণের ক্ষমতা বাড়াতে হবে।
সুন্দর দেশ গড়তে আল্লাহর কাছে সকলকে প্রার্থনা করার আহ্বান হানিয়ে তিনি বলেন, আমরা দেশে শান্তি চাই। এজন্য কঠিন সময়ে আমাদের শান্ত থাকতে হবে। খারাপ সময়ে ধীরস্থির হতে হবে।
বাংলাদেশ ১৯৭১ সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল। ৭৫-এ আবার সিপাহি বিপ্লবের মাধ্যমে দেশকে রক্ষা করা হয়েছিল। আবার ৯০ এ আকবার দেশকে রক্ষা করেছে দেশের সাধারণ মানুষ। এবার ২৪ সালের ৫ আগস্টে দেশের সব শ্রেণি পেশার মানুষ স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করেছে।
বিগত স্বৈরাচার আমলে হাজারো গুম-খুনের শিকার হয়েছে রাজনৈতিক দলের সদস্যসহ সাধারণ মানুষ। ২৪ এর জুলাইয়ে নিজেদের জীবন উৎসর্গ করে দেশকে রক্ষা যুবকেরা। গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কিছুদিন আগে জীবন দিয়েছেন তরুণ ওসমান হাদী। দেশের সব শহীদদের রক্তের বিনিময়ে আমরা সবাই মিলে একটি সুন্দর দেশ গড়তে চাই।
তিনি বলেন, দেশের মানুষ আমাদের সহযোগিতা করলে আমার একটি প্লান আছে যা বাস্তবায়ন করব। আল্লাহ যদি রহমত দেন, আমরা এ দেশের মানুষ কঠোর পরিশ্রম করে সুন্দর দেশ গঠন করব। রাসুল (স) এর ন্যায়পরায়নতার আলোকে দেশ পরিচালনা করব।
বেগম খালেদা জিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি বাংলাদেশের মাটি ও মানুষকে নিজের জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসেন। তিনি কি অবস্থার মধ্যে দিয়ে গেছেন আপানারা জানেন। তাঁর সুস্থতায় দেশবাসির কাছে দোয়া চান তিনি।
তিনি বলেন, সন্তান হিসেবে তার বিছানার পাশে আমার মন পড়ে আছে। কিন্তু দেশের মানুষ যেহেতু খালেদা জিয়ার প্রথম ভালোবাসা, তাই আমি হাসপাতালে যাওয়ার আগে দেশবাসির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য দাঁড়িয়েছি।
তিনি বলেন, দল মত নির্বিশেষে আমরা সবাই আজ শপথ গ্রহণ করি, যেকোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করব, যেকোনো মূল্যে বিশৃঙ্খলা প্রতিহত করব।
আরও পড়ুন
- ৩০০ ফিটের উদ্দেশে তারেক রহমান
- 'দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর অবশেষে দেশের মাটিতে' : তারেক রহমান
- সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
- তারেক রহমানের নিরাপত্তায় 'এসএসএফের সহায়তা চাওয়া হয়নি : শামসুল ইসলাম
- ঝিনাইদহ ৪ আসনে বিএনপি প্রার্থী হচ্ছেন রাশেদ খান
- দেশের উদ্দেশে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান
- গানম্যান প্রত্যাখ্যান করলেন নুরুল হক নুর
- এনসিপি নেতাকে গুলির ঘটনায় যুবশক্তি নেত্রী গ্রেপ্তার