সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫ ১০:০৫ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫ ১০:০৫ এএম
যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেট এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৭ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
উড়োজাহাজটি যাত্রাবিরতি শেষে সিলেট থেকে রওনা হয়ে দুপুর পৌনে ১২টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
এর আগে তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। প্রায় ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
জানা যায়, ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের চার ঘণ্টা আগে স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে বাসা থেকে বের হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিমানবন্দরে এসে পৌঁছান স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে।
ডা. জোবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমান ছাড়াও এ যাত্রায় তারেক রহমানের সফরসঙ্গী হয়েছেন তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যক্তিগত সহকারী রহমান সানি ও তাবাসসুম ফারহানা।
আরও পড়ুন
- যেকোনো মূল্যে বিশৃঙ্খলা প্রতিহত করে, দেশের শৃঙ্খলা রক্ষা করতে হবে : তারেক রহমান
- ৩০০ ফিটের উদ্দেশে তারেক রহমান
- 'দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর অবশেষে দেশের মাটিতে' : তারেক রহমান
- তারেক রহমানের নিরাপত্তায় 'এসএসএফের সহায়তা চাওয়া হয়নি : শামসুল ইসলাম
- ঝিনাইদহ ৪ আসনে বিএনপি প্রার্থী হচ্ছেন রাশেদ খান
- দেশের উদ্দেশে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান
- গানম্যান প্রত্যাখ্যান করলেন নুরুল হক নুর
- এনসিপি নেতাকে গুলির ঘটনায় যুবশক্তি নেত্রী গ্রেপ্তার