1. »
  2. জাতীয়
বিজয় দিবস উপলক্ষে বিশেষ

এয়ার শো দেখতে বিমান বন্দরে জড়ো হচ্ছেন হাজারো মানুষ

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ ১১:১৫ এএম | আপডেট: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ ১১:১৫ এএম

এয়ার শো দেখতে বিমান বন্দরে জড়ো হচ্ছেন হাজারো মানুষ

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। এ উপলক্ষে আজ সকাল ১০টায় তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে জমকালো এয়ার শো অনুষ্ঠিত হওয়ার কথা গতকাল সোমবার এক তথ্যবিবরণীতে জানানো হয়। মহান বিজয় দিবস উপলক্ষে ‘এয়ার শো’ দেখতে ঢাকার তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে মানুষের ঢল নেমেছে।

আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে এ চিত্র দেখা যায়।

আগত দর্শনার্থীদের অনেকের হাতে জাতীয় পতাকা। কপালে বাঁধা জাতীয় পতাকার আদলের ফিতা কিংবা বিজয় দিবস লেখা কাপড়। লাল-সবুজের পোশাক পরেও এসেছেন অনেকে।

সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, সকাল ১০টা ২০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এয়ার শো শুরু হয়নি।

তথ্যবিবরণীতে বলা হয়, এই এয়ার শো সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

তেজগাঁও পুরোনো বিমানবন্দর ও আশপাশের এলাকায় আজ ড্রোন না ওড়ানোর অনুরোধ জানিয়েছে সরকার।