ওসমান হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পথে
সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ ০২:৫০ পিএম | আপডেট: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ ০৬:০২ পিএম
চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স।
আজ সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে এটি সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে। এর আগে দুপুর ১টা ১৫ মিনিটের দিকে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতাল থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে হয়।
এদিকে হাদিকে সিঙ্গাপুরে নিতে এদিন বেলা ১১টা ২২ মিনিটে সে দেশ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এয়ার অ্যাম্বুলেন্স।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী। আসন্ন সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে নেয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখানেই এ কয়দিন চিকিৎসাধীন ছিলেন তিনি।
আরও পড়ুন
- প্রাণীপ্রেমী রুহুলের পাশে দাঁড়ালেন তারেক রহমান
- মহান বিজয় দিবসে স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা
- বিজয় দিবসে বিএনপির কর্মসূচি
- ওসমান হাদিক বিদেশে নেওয়ার প্রস্তুতি
- হাদির ঘটনার পুনরাবৃত্তি হতে পারে : মির্জা ফখরুল
- মহতুল হোসাইনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
- হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার
- ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গুলিবিদ্ধ হাদি’র পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান