আজ পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান
সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫ ১১:২২ এএম | আপডেট: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫ ১১:২২ এএম
গতকাল রবিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সাংগঠনিক পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক হয়। বিভাগগুলো হলো চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা। সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।
আজ সোমবার দলের বাকি পাঁচ সাংগাঠনিক বিভাগ ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান।
বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল। তাদের প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী রয়েছে। এমনকি অনেক আসনে পাঁচ-ছয়জন থেকে শুরু করে ১০-১২ জন পর্যন্ত প্রার্থী মাঠে প্রচারণা চালাচ্ছেন। এতে ওই এলাকার বিএনপির নেতা-কর্মী, সমর্থক ও ভোটাররাও দ্বিধাবিভক্ত হয়ে পড়ছেন।
তাই প্রার্থী নির্ধারণে চূড়ান্ত নির্দেশনা দিয়েছে বিএনপি, যাতে দলের মনোনীত প্রার্থীর পক্ষে সবাই একযোগে কাজ করে ধানের শীষকে বিজয়ী করতে পারেন। বিভিন্ন বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে চূড়ান্ত বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিয়েছেন। দল যাঁকেই মনোয়ন দিক না কেন, তাঁর পক্ষে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন।
বিএনপি সূত্র জানায়, প্রতিটি আসনেই একাধিক যোগ্য প্রার্থী থাকায় কে বেশি জনপ্রিয় তা নির্ধারণে হিমশিম খেতে হচ্ছে দলের শীর্ষ নেতাদের। একাধিক টিমের (জাতীয়তাবাদী মতাদর্শের ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা) মাধ্যমে জরিপের পাশাপাশি সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে একাধিক বৈঠক করেছে দলটি। প্রথমে দলের দায়িত্বপ্রাপ্ত স্থায়ী কমিটির সদস্য ও সাংগাঠনিক সম্পাদকরা সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বসেছেন। এরপর দলের মহাসচিব বিভিন্ন এলাকার প্রার্থীদের সঙ্গে বসছেন।
এখন চূড়ান্তভাবে বসছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির গুলশান কার্যালয় সূত্র জানায়, চেয়ারপারসনের কার্যালয়ের নিচতলার কনফারেন্স রুম ও কার্যালয়ের পেছনে মনোনয়নপ্রত্যাশীদের বসার ব্যবস্থা করা হয়। সামনে দেওয়া হয় বড় এলইডি মনিটর। যেখান থেকে সরাসরি যাতে তারেক রহমান সভায় অংশ নেওয়া মনোনয়নপ্রত্যাশীদের দেখতে পান। গতকাল সরেজমিনে দেখা যায়, বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনের ও পাশের সড়কে অবস্থান করছেন মনোনয়নপ্রত্যাশী ও তাঁদের সমর্থকরা। এমনকি সড়কে দাঁড়ানোর জায়গা না পাওয়ায় কার্যালয়ের সামনে বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ পার্কের ভেতরে অপেক্ষা করছেন সমর্থকরা।
আরও পড়ুন
- প্রাণীপ্রেমী রুহুলের পাশে দাঁড়ালেন তারেক রহমান
- মহান বিজয় দিবসে স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা
- বিজয় দিবসে বিএনপির কর্মসূচি
- ওসমান হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পথে
- ওসমান হাদিক বিদেশে নেওয়ার প্রস্তুতি
- হাদির ঘটনার পুনরাবৃত্তি হতে পারে : মির্জা ফখরুল
- মহতুল হোসাইনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
- হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার