রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছি : ভিপি পদপ্রার্থী আবিদুল
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫ ১১:১৪ এএম | আপডেট: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫ ১১:১৪ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের ভোটকেন্দ্রে প্রবেশ করে বিতর্কের জন্ম দিয়েছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তবে ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, ‘ভোটটা উদযাপন করতে চাই। অভিযোগ করতে চাই না।’
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার কিছু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ভোটকেন্দ্রের সামনে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
নিয়ম ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে ঢোকার অভিযোগের বিষয়ে আবিদুল ইসলাম খান বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছি।’
প্রবেশের পর আবিদুল অভিযোগ করেন, প্রার্থীদের জন্য আলাদা কোনো কার্ড তৈরি করা হয়নি, যার কারণে অন্য কেন্দ্রগুলোতে প্রবেশ বাধাগ্রস্ত হচ্ছে।
জবাবে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক জানিয়েছেন, প্রার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশের অনুমতি নেই। তিনি প্রথমে বিষয়টি জানতেন না, পরে খোঁজ নিয়ে বিষয়টি নিশ্চিত হন।
পরবর্তীতে জগন্নাথ হলের কেন্দ্র থেকে আবিদুল বলেন, ‘আমি আসার পর কোনো অনিয়ম লক্ষ্য করিনি। এছাড়া কেউও কেন্দ্রের ভেতরে অনিয়ম করতে পারবে না।’
আরও পড়ুন
- প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা
- ঢাবির 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- শাকসু নির্বাচন স্থগিত
- এখনো বই পাইনি মাধ্যমিক ও ইবতেদায়ীর বেশি ভাগ শিক্ষার্থী
- ২০২৬ এসএসসি পরীক্ষা কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ
- পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই চলছে জকসু নির্বাচন
- জকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে
- জাবির হল থেকে বিদেশি মদসহ শিক্ষার্থী আটক