উত্তরাঞ্চল ছাত্র ফোরামের নতুন কমিটি ঘোষণা
সংবাদদাতা: আব্দুল্লা হিল কাফী মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২০ পিএম | আপডেট: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:৩২ পিএম
২০১২ সালে প্রতিষ্ঠিত ‘উত্তরাঞ্চল ছাত্র ফোরাম’-এর উদ্যোগে আজ মঙ্গলবার দুপুরে (০২ সেপ্টেম্বর ২০২৫) ঢাকায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর ১৮তম ‘কারামুক্তি দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভা শেষে— বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে ‘উত্তরাঞ্চল ছাত্র ফোরাম’-এর নতুন কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটিতে প্রধান উপদেষ্টা হয়েছেন— বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য- ইকবাল হাসান মাহমুদ টুকু। উপদেষ্টা হয়েছেন— বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। এছাড়া নতুন এই কমিটিতে প্রধান পৃষ্ঠপোষক হয়েছেন— জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক, সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।
‘উত্তরাঞ্চল ছাত্র ফোরাম’-এর ঘোষিত কমিটির শীর্ষ পদগুলোতে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সভাপতি : ইমতিয়াজ রাজা সৌরভ (ঢাকা বিশ্ববিদ্যালয়), সিনিয়র সহ-সভাপতি : ফারজানা আক্তার রিমি (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), সহ-সভাপতি : সোহান রহমান (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), মেসবাউল আলম (শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়), নাইম ইমতিয়াজ লিমন (ঢাকা কলেজ)। সাধারণ সম্পাদক: মুজাহিদুল হক জিহাদ (জগন্নাথ বিশ্ববিদ্যালয়)। যুগ্ম-সাধারণ সম্পাদক: এস এম রাতুল হাসান (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), সানাউল হোসাইন ভিকি (আশা বিশ্ববিদ্যালয়), মেহেদী হাসান সাইমন (IUBAT), আব্দুল্লাহ হিল কাফি মোজাহিদ (সোহরাওয়ার্দী কলেজ)। সাংগঠনিক সম্পাদক : নাইম হাসান (সাউথ এশিয়া বিশ্ববিদ্যালয়), শিব্বির আহম্মেদ (প্রাইম বিশ্ববিদ্যালয়)। দপ্তর সম্পাদক সোআইব ইসলাম (শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়)।
প্রসঙ্গত, ‘উত্তরাঞ্চল ছাত্র ফোরাম’-এর নতুন কমিটির অন্যান্য পদ নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও উপদেষ্টা পরিষদের সহায়তায় পূর্নাঙ্গ করা হবে।
আরও পড়ুন
- প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা
- ঢাবির 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- শাকসু নির্বাচন স্থগিত
- এখনো বই পাইনি মাধ্যমিক ও ইবতেদায়ীর বেশি ভাগ শিক্ষার্থী
- ২০২৬ এসএসসি পরীক্ষা কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ
- পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই চলছে জকসু নির্বাচন
- জকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে
- জাবির হল থেকে বিদেশি মদসহ শিক্ষার্থী আটক