ঝোড়ো হাওয়ার আভাস, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ১১:২৫ এএম | আপডেট: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ০৫:২৯ পিএম
উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে আবহাওয়ার ২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, উত্তর অন্ধ্র প্রদেশ-দক্ষিণ ওড়িষ্যার উপকূলের অদূরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৬টায় দক্ষিণ ওড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে উপকূলীয় ওড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগর অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আরও পড়ুন
- হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার
- শিশু সাজিদের দাফন সম্পন্ন, জানাজায় মানুষের ঢল
- রাজধানীতে সিটি কর্পোরেশনের গাড়ির ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত
- এখনো উদ্ধার করা যায়নি রাজশাহীতে কূপে পড়া শিশু স্বাধীনকে
- আগামীকাল থেকে মেট্রোরেলে যাত্রী সেবা বন্ধ ঘোষণা
- রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়েকে নির্মমভাবে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক
- পাবনায় পানিতে চুবিয়ে ৮ কুকুরছানা হত্যা, গ্রেপ্তার ১
- কুড়িগ্রামে পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষ, ৩ জন নিহত