শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেষ্ট
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মিরাজ
মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ ১১:২৮ এএম | আপডেট: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ ১১:২৮ এএম
আগের দিন পুরো রাতই থেমে থেমে হয়েছে বৃষ্টি। ধারণা করা হচ্ছিল, টসেও খানিক বিলম্ব হতে পারে। তবে সেটা হয়নি। নির্ধারিত সময়েই গলে হয়েছে টস। তাতে ভাগ্য ছিল বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পাশে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন শান্ত।
তবে গলে সিরিজের প্রথম ম্যাচের দিন শুরুতেই ধাক্কা খেতে হয়েছে বাংলাদেশকে। জ্বরে আক্রান্ত মেহেদী হাসান মিরাজকে ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ দল। তার বদলে একাদশে জায়গা পেয়েছেন স্পিনার নাঈম হাসান।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ ও নাঈম হাসান।
অপরদিকে শ্রীলঙ্কা দলে আছে দুই অভিষেক। টপ অর্ডার ব্যাটার লাহিরু উদারা এবং দুই হাতেই বল করতে পারদর্শী থারিন্দু রত্নায়েকা আছেন একাদশে। আর এই টেস্ট দিয়েই নিজের শেষ টেস্ট খেলতে নামছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশাল মেন্ডিস (উইকেটকিপার), মিলান রত্নায়েকা, থারিন্দু রত্নায়েকা, প্রভাত জয়সুরিয়া, আসিথা ফার্নান্দো
আরও পড়ুন
- ২০২৬ ফিফা বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
- মেসির নৈপুণ্যে প্রথম শিরোপার স্বাদ পেলো মায়ামি
- বড় জয়ে প্রথমবারের মতো ফাইনালে মেসির ইন্টার মায়ামি
- সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- আসন্ন বিপিএলে নতুন চমক 'নোয়াখালী এক্সপ্রেস'
- দুই টি-টুয়েন্টির ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা
- দাপুটে জয়ের সঙ্গে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই শুরু
- প্রথম বলেই উইকেট হাসান মুরাদের