সাভারে পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে
মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ ১১:১৭ এএম | আপডেট: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ ১১:১৮ এএম
ঢাকার সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিডে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
আজ মঙ্গলবার (১১ মার্চ) সকালে সংস্থাটির মিডিয়া সেলের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ঢাকার সাভারের আমিনবাজারের পাওয়ার গ্রিডে লাগা আগুন সকাল সোয়া ৯টার দিকে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। এর আগে সকাল সোয়া সাতটার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় সকাল সাতটা ২০ মিনিটে। প্রথমে আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও সকাল ৮টা ৩৯ মিনিটে যুক্ত হয় ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট।
ফায়ার সার্ভিসের ঢাকার ৪ নং জোনের উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন জানান, সকাল সাতটার দিকে পাওয়ার প্ল্যান্টের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে সাভার ও ঢাকাসহ বিভিন্ন ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট কাজ করেছে। কিন্তু ট্রান্সফরমারের ভেতরে দাহ্য তেল থাকায় আগুন এখনও পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়নি।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি এই কর্মকর্তা।
আরও পড়ুন
- মৌচাক ফ্লাইওভারে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
- মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে ৪ জন নিহত
- নভেম্বরে সড়কে ঝরল ৪৮৩ প্রাণ
- রাজধানীর বনানী-এয়ারপোর্ট রোডে তীব্র যানজট
- নারায়নগঞ্জে সিমেন্ট কারখানায় বিষ্ফোরণে দগ্ধ ৬
- পাবনায় মালবাহী ট্রাকচাপায় দুই শিক্ষার্থীসহ নিহত ৩
- সুনামগঞ্জে পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, মা-মেয়ে নিহত
- খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১