ছিটকে গেলেন শরিফুল, ফিরলেন তাসকিন
মঙ্গলবার, ৪ জুন, ২০২৪ ০১:০৮ পিএম | আপডেট: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪ ০১:০৮ পিএম
শঙ্কা আগেই ছিল, এখন তা রূপ নিল বাস্তবতায়। বাংলাদেশকে বিশ্বকাপ শুরু করতে হবে শরিফুল ইসলামকে ছাড়াই। শ্রীলঙ্কার বিপক্ষে আসরের প্রথম ম্যাচে খেলা হবে না বাঁ হাতি এই পেসারের। চোটের কারণে ছিটকে গেছেন তিনি।
গত শুক্রবার ভারতের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে চোটে পড়েন শরিফুল। নিজের বলে নিজে ফিল্ডিং করতে গিয়ে আঘাত পান বাঁ হাতে। চোট এতোটাই গুরুতর ছিল যে, ৬ সেলাই দিতে হয় হাতে। তখন থেকেই গুঞ্জন উঠে শ্রীলঙ্কার বিপক্ষে ৮ জুনের ম্যাচটা হয়তো খেলা হবে না তার।
হলোই তাই, প্রথম ম্যাচের একাদশ থেকে ছিটকে গেছেন শরিফুল ইসলাম। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। তবে দুঃসংবাদের সাথে একটা সুসংবাদও আছে। চোট থেকে সেরে উঠেছেন আরেক পেসার তাসকিন আহমেদ। প্রথম ম্যাচ থেকেই একাদশে পাওয়া যাবে সহ অধিনায়ককে।
গত জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে হ্যামস্ট্রিংয়ে চোট পান তাসকিন। তবে প্রথম ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠবেন আশা করেই তাকে রাখা হয় বিশ্বকাপ দলে। এমনকি দলের সহ অধিনায়কত্বও দেয়া হয় তাসকিনকে। এরপরও শঙ্কা ছিল, ফিরতে পারবেন তো তাসকিন বিশ্বকাপের আগে?
উত্তরটা তাসকিন দিলেন আজ। মঙ্গলবার অনুশীলন শেষে জানালেন, ‘সব ঠিক আছে। ভালো আছি।’ প্রথম ম্যাচে খেলতে পারবেন তো? এমন প্রশ্নের জবাবেও আসে পজিটিভ উত্তর। এবারো মুখে হাসি নিয়ে মাথা ঝাঁকালেন, বললেন, ‘পারব বলেই মনে হয়।’
আরও পড়ুন
- 'ফিফা দ্যা বেস্ট' পুরস্কার জিতলেন দেম্বেলে
- ২০২৬ ফিফা বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
- মেসির নৈপুণ্যে প্রথম শিরোপার স্বাদ পেলো মায়ামি
- বড় জয়ে প্রথমবারের মতো ফাইনালে মেসির ইন্টার মায়ামি
- সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- আসন্ন বিপিএলে নতুন চমক 'নোয়াখালী এক্সপ্রেস'
- দুই টি-টুয়েন্টির ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা
- দাপুটে জয়ের সঙ্গে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই শুরু